চট্টগ্রাম বন্দরের মাশুল স্থগিতে হাইকোর্টের নির্দেশনা চার দিনেও কার্যকর হয়নি
চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুল আদায় স্থগিত রাখতে হাইকোর্টের দেয়া নির্দেশনা চার দিনেও কার্যকর হয়নি। ফলে বিভিন্ন সেবার বিপরীতে এখনও বাড়তি মাশুল দিতে হচ্ছে সেবাগ্রহীতাদের। বন্দর কর্তৃপক্ষ বলছে, আদেশের কপি হাতে না আসায় হাইকোর্টের আদেশ কার্যকর করা হয়নি। আদেশের বিরুদ্ধে আপিল করা হতে পারে বলেও জানায় বন্দর কর্তৃপক্ষ। এদিকে, মাশুল বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে নৌ পরিবহন উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে বিজিএমইএ।