যেখানে ভিড়তো নৌকা; সেখানে এখন বালুর স্তূপ আর স্টেডিয়াম
সাভারের ভাগলপুরে ধলেশ্বরী নদীর বুক চিরে গড়ে উঠেছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। সরকারি কাগজে যেটি খাসজমি, বাস্তবে স্টেডিয়ামটি বড় অংশই নদীর জমি দখল করে নির্মাণ হয়েছে। সরেজমিনে দেখা গেছে নদীর তীরে নয়, নদী ভরাট করেই গড়ে তোলা হয় স্থাপনা। একসময় যেখানে নৌকা ভিড়তো, সেখানে এখন স্থাপনা আর বালুর স্তূপ।