৫ বছরে চালের দাম বেড়েছে ৫৬ শতাংশ, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ
গত কয়েকবছরে অস্বাভাবিক হারে বেড়েছে চালের দাম। যার বিরূপ প্রভাব পড়েছে স্বল্প আয়ের মানুষের জীবিকায়। পরিসংখ্যান বলছে, ৫ বছরে এ মূল্য বাড়ার প্রবণতা ৫৬ শতাংশ। যেখানে পার্শ্ববর্তী দেশ ভারতে ৭ বছরে বেড়েছে ২০ থেকে ২৫ শতাংশ। গবেষণায় দেখা যায়, গত ৫ বছরে যে হারে উৎপাদন খরচ বেড়েছে তার চেয়ে কয়েকগুণ হারে বেড়েছে চালের দাম। কী কারণে বাড়ছে চালের দাম তা চিহ্নিত করে নিয়ন্ত্রণ করা না গেলে গরীব শ্রেণির মানুষের দুর্ভোগ দিনে দিনে চরমে উঠবে।