মূল্যস্ফিতী
'বিভিন্ন দেশে পাচারকৃত অর্থ-সম্পদ ফিরিয়ে আনতে ১ বছর সময় লাগতে পারে'

'বিভিন্ন দেশে পাচারকৃত অর্থ-সম্পদ ফিরিয়ে আনতে ১ বছর সময় লাগতে পারে'

দেশে কয়েকটি পরিবার ও গোষ্ঠী বিপুল টাকা পাচার করেছে, আগামী ছয় মাসের মধ্যে বিভিন্ন দেশে সে সম্পদ জব্দ করা সরকারের লক্ষ্য। সেজন্য বিদেশ সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাজ করছে সরকার। তবে সম্পদ ফিরিয়ে আনার কাজ বেশ জটিল, সেক্ষেত্রে এক বছর সময় লাগতে পারে। সে লক্ষ্যে বিদেশি রাষ্ট্র ও সংস্থার সাথে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক ভবনে এক সংবাদ সম্মেলনে গভর্নর জানান, দেশে চার মাসের রিজার্ভ জমা হয়েছে, রেমিট্যান্স ও রপ্তানিও বাড়ছে, সার্বিক আর্থিক খাত নিয়ে স্বস্তির জায়গা তৈরি হয়েছে।