সঞ্চয়পত্রের ক্রেতা মারা গেলে টাকা কে পাবেন, কী কাগজপত্র লাগে?
দেশের মধ্যবিত্ত ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য সঞ্চয়পত্র (Sanchayapatra) হলো অন্যতম নিরাপদ এবং উচ্চ মুনাফা (High Profit) প্রদানকারী সঞ্চয় মাধ্যম। এই স্কিমগুলোতে বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত হলেও, বিনিয়োগকারীর মৃত্যুর পর মৃত ব্যক্তির সঞ্চয়পত্রের টাকা ও অর্জিত মুনাফা (Deceased Sanchayapatra Principal and Profit) কে পাবেন——এই প্রশ্ন প্রায়ই উঠে আসে।