গাইবান্ধায় বিএনপি মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা; ১৪৪ ধারা জারি
গাইবান্ধার সাঘাটা উপজেলা ও আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ নাহিদুজ্জামান নিশাদের মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থী মো. ফারুক আলম সরকারের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করায় এ সিদ্ধান্ত নেয়া হয়।