দুষ্কৃতকারীরা ফের নগদের নিয়ন্ত্রণ নিয়েছে: বাংলাদেশ ব্যাংক
মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ দুষ্কৃতকারীরা ফের নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে পুনরায় অবৈধ টাকা বা ই-মানি তৈরির আশঙ্কা তৈরি হয়েছে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। আজ (শনিবার, ১৭ মে) মতিঝিলে প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।