মোসাদ কার্যালয়ে ইরানের হামলায় মারা যায় ৩৬ জন, ছয় মাস পর তেহরানের দাবি
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান কার্যালয়ে ইরানের হামলায় প্রাণহানি ছিল কমপক্ষে ৩৬। গেলো জুন মাসে ১২ দিনের যুদ্ধের সময় ঘটলেও প্রায় ছয় মাস পরে এমন দাবি তেহরানের। ইরানের অভিজাত সশস্ত্র বাহিনী আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি-মোহাম্মদ নাইনি স্থানীয় সময় গত (রোববার, ৭ ডিসেম্বর) এ দাবি করেন।