যুব হকি বিশ্বকাপে ধারাবাহিক আমিরুল, হয়ে উঠছেন দলের নির্ভতার প্রতীক
যুব হকি বিশ্বকাপ টুর্নামেন্টের শুরু থেকেই গোলের ধারাবাহিকতা ধরে রেখে এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা এখন বাংলাদেশের আমিরুল। তিনি হয়ে উঠেছেন দলের নির্ভরতার প্রতীক। বাংলাদেশের দুর্দান্ত ছন্দে খেলার নেপথ্যের নায়ক তিনিই। যুবারাই হতে যাচ্ছে বাংলাদেশ হকির ভবিষ্যত তারকা—এমন আশা জাগতেই পারে দেশের হকি সমর্থকদের মনে।