কৃষক বাঁচাতে হাওরের বিপণন প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমাতে হবে
হাওরাঞ্চলের কৃষকেরা দেশে খাদ্যের অন্যতম যোগানদার। একক ফসল হিসেবে বোরোর ২৫/৩০ ভাগ আসে হাওর থেকে। কিন্তু ন্যায্যমূল্য পাচ্ছেন কি কৃষক? ভরা মৌসুমে সিন্ডিকেটের কারসাজিতে ফড়িয়াদের নির্ধারিত দামেই ধান বিক্রি করেন অনেকটা বাধ্য হয়েই। মিলেনা সরকারি গুদামে ধান দেয়ার সুযোগও। কৃষি গবেষকরা বলছেন, কৃষক বাঁচাতে হাওরের বিপণন প্রক্রিয়ায় যে কোনো মূল্যে মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমাতে হবে। নিতে হবে সমন্বিত কৃষি পরিকল্পনা।