‘পুলিশকে কোনো রাজনৈতিক দলের দাস হওয়া যাবে না’
চুরি, ডাকাতি, গুম-খুন নির্মূলে পুলিশ বাহিনীকে কাজ করার তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (রোববার, ১৯ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর সারদা একাডেমিতে ৪০তম বিসিএস এএসপি ক্যাডারদের সমাপনী কুচকাওয়াজে তিনি আরো বলেন, পুলিশকে কোনো রাজনৈতিক দলের দাস হওয়া যাবে না। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, দেশে আগেও আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে । তবে, আগামীতে এ ধরনের ঘটনা এড়াতে ব্যবস্থা নেয়া হচ্ছে।