ফ্যাসিস্ট ও জঙ্গিবাদের সবকিছুকে উপড়ে ফেলতে হবে, ডিআইজির হুঁশিয়ারি
ফ্যাসিস্ট শক্তি ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, ফ্যাসিস্ট ও জঙ্গিবাদের সবকিছুকে উপড়ে ফেলতে হবে। নিষিদ্ধ সংগঠনের যেসব অপরাধী রয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে জুলাই শহিদদের প্রতি হবে চরম অবমাননা।