নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডের বাবুরাইলের মোবারকশাহ সড়কের একটি খালি জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও দুইটি বোমা উদ্ধার করেছে র্যাব-১১। র্যাব জানায়, গতকাল (শনিবার, ৪ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১১টায় এক অভিযানের মাধ্যমে এগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই ঢাকা থেকে র্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে বোমাগুলো নিষ্ক্রিয় করেছে।