ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেলস্টেশনে নিরাপত্তা জোরদারে লাগেজ স্ক্যানার স্থাপন
আকাশপথে লাগেজ স্ক্যানিং নিয়মিত বিষয় হলেও, দেশের রেলপথে এ অভিজ্ঞতা এবারই প্রথম। নিরাপত্তা জোরদারে কক্সবাজার, ঢাকা ও চট্টগ্রাম রেলস্টেশনে বসানো হয়েছে আমেরিকান প্রযুক্তির এক্স-রে স্ক্যানার। রেল ভ্রমণে নিরাপত্তা জোরদার করতে এবং মাদক ও চোরাচালান রোধে এমন ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। উদ্বোধনের পর কক্সবাজার রেলস্টেশনে লাগেজ স্ক্যানিংয়ে সন্তোষ প্রকাশ করেন সাধারণ যাত্রীরা।