শিশুচোর অপবাদ দিয়ে তরুণীকে গাছে বেঁধে ‘পৈশাচিক’ নির্যাতন, গ্রেপ্তার ১
চট্টগ্রামের বোয়ালখালীতে শিশুচোর অপবাদ দিয়ে এক তরুণীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। গতকাল (বুধবার, ১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শাকপুরা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই তরুণীকে উদ্ধার করে। এ সময় ঘটনায় জড়িত এক নারীকে গ্রেপ্তার করা হয়।