বৈশ্বিক মান বিচারে ঠিক কতটা পিছিয়ে শের-ই বাংলার উইকেট?
অপবাদ আর দুর্নামকে সঙ্গী করেই চলছে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম। ধীরগতি, লো-স্কোরিং পিচ হিসেবে মিরপুরের নামটা পুরো ক্রিকেট দুনিয়ারই জানা। সবশেষ পাকিস্তান সিরিজেও অভিযোগ ছিল ধীরগতির এ উইকেট নিয়ে। কিন্তু, সত্যিকার অর্থে বৈশ্বিক মান বিচারে ঠিক কতটা পিছিয়ে শের-ই বাংলার উইকেট?