ব্রাহ্মণবাড়িয়ায় পর্যটন উন্নয়ন নিয়ে ট্যুরিজম বোর্ডের সেমিনার
ব্রাহ্মণবাড়িয়ায় পর্যটন উন্নয়নে সংবাদকর্মীদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ১০ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত এ সেমিনারে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৬৫ সাংবাদিক অংশ নেন।