সবুজ বনায়নে নগদ অর্থ প্রণোদনা দিচ্ছে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন
জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিবছরই শুষ্ক হয়ে উঠছে বরেন্দ্র অঞ্চল। গ্রীষ্মেও বৃষ্টির দেখা মেলেনা। কিন্তু প্রাণ প্রকৃতির জন্য দরকার সবুজায়ন। বর্ষা মৌসুমকে সামনে রেখে সবুজ বনায়ন সৃষ্টিতে যুক্ত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের একটি সংগঠন। প্রতিটি আমগাছ লাগালেই কৃষক পাচ্ছেন ৪০ টাকা পর্যন্ত নগদ অর্থ প্রণোদনা। এতে গাছ লাগাতে আগ্রহী হচ্ছেন শতশত কৃষক। বেসরকারি প্রতিষ্ঠানের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার সাধারণ মানুষ।