সরকারি সেবা

নামেই উপজেলা, সেবা বঞ্চনায় ডাসারবাসী
কেবল নামেই মাদারীপুরের 'ডাসার উপজেলা'। সরকারি সেবা দেয়ার মতো নেই কাঙ্ক্ষিত জনবল আর অবকাঠামো। এমনকি নেই স্বাস্থ্য সেবা নিশ্চিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; ভূমির জটিলতা নিরসনে এসিল্যান্ডের কার্যালয়, নির্বাচন অফিস ও সাব-রেজিস্ট্রার অফিসসহ গুরুত্বপূর্ণ ১৬টি দপ্তর। এতে সরকারি সেবা পেতে চরম ভোগান্তি উপজেলাবাসীর।

হাসপাতাল, বিআরটিএ থেকে পাসপোর্ট, কোথায় নেই হয়রানি!
সরকারি সেবা মানেই ভোগান্তি?
ঘুষ, কমিশন নয়তো ভোগান্তি, সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে এটা যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বেসরকারি একটি সংস্থার জরিপে দেখা গেছে, সেবা নিতে গিয়ে এখনও অন্তত ৭০ ভাগ মানুষকে প্রত্যক্ষ ও পরোক্ষ দুর্নীতির শিকার হতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে সবচেয়ে বড় সংকট জবাবদিহিতার অভাব। যদিও সংশ্লিষ্টদের দাবি, অভিযোগ আসলে শাস্তি পান কর্মকর্তারা।