দিনাজপুরে শালবনে আগুন, পুড়েছে সাত হেক্টর জমির বাগান
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় উদ্যান সিংড়া শালবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ৩ মার্চ) আনুমানিক দুপুর দেড়টায় বনের উত্তরপ্রান্তে বেত বাগান অংশে এই আগুন লাগে। আগুনে বনের সাত হেক্টর জমির বেত বাগান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।