ব্রাহ্মণবাড়িয়ায় শান্ত সীমান্ত পরিস্থিতি, টহল বাড়িয়েছে বিজিবি
দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ নিয়ে উত্তেজনা থাকলেও শান্ত রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত পরিস্থিতি। তবে সতর্কতা হিসেবে টহল কার্যক্রম জোরদার করেছে বিজিবি। ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে জেলার আখাউড়া ও বিজয়নগর উপজেলার অন্তত ৩১ কিলোমিটার সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা।