এবারও ব্যর্থ রাশিয়া-ইউক্রেন সরাসরি যুদ্ধবিরতি আলোচনা
এবারও ব্যর্থ হলো রাশিয়া ও ইউক্রেনের সরাসরি যুদ্ধবিরতি আলোচনা। যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে না পারলেও দু'পক্ষই ১ হাজার সেনা বিনিময়ের বিষয়ে সম্মত হয়েছে। তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুক্রবার ইস্তাম্বুলে বৈঠকে বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। ২ ঘণ্টার মধ্যেই আলোচনার ইতি টানেন দু'দেশের প্রতিনিধিরা। আগামী বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকে বসার বিষয়ে অনুরোধ জানান ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী। বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছে মস্কো। এছাড়া যুদ্ধবিরতির শর্ত হিসেবে রাশিয়ার ইউক্রেন ভূ-খণ্ড নিয়ন্ত্রণের দাবি অযৌক্তিক বলে অভিযোগ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর।