যুক্তরাজ্যে স্ট্রবেরি চাষ: রপ্তানির কথা ভাবছেন উদ্যোক্তারা
আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে স্ট্রবেরি চাষ করে আশানুরূপ ফলন পেয়েছেন যুক্তরাজ্যের চাষিরা। ফলনের ঘটতি না থাকায় প্রতি ৪শ গ্রাম স্ট্রবেরির দাম কমেছে এক থেকে দেড় পাউন্ড পর্যন্ত। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও এই স্ট্রবেরি রপ্তানির পরিকল্পনা করছেন উদ্যোক্তারা।