ফ্যাশন জগতের অবিচ্ছেদ্য অংশ গহনা। এই গহনা যুগে যুগে দ্যুতি আর চমক ছড়িয়ে ব্যক্তিত্বে যোগ করে আত্মবিশ্বাস। প্রজন্মের পর প্রজন্ম হস্তান্তর হয়ে গহনা এখন ঐতিহ্যের অংশ, যার সঙ্গে জড়িয়ে হাজারো গহনা শিল্পী।