এইচএসসি পরীক্ষার হল পরিদর্শনে ছাত্রদল নেতা!
নাটোরের বড়াইগ্রামে এইচএসসি পরীক্ষার হলে ছাত্রদল নেতা রাকিব সরদারের ‘অনধিকার প্রবেশ’ নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, পরীক্ষার হলে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন তিনি। এ ঘটনায় কেন্দ্র সচিবকে শোকজ করেছে উপজেলা প্রশাসন, পাশাপাশি আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে।