৮ ঘণ্টা পর চালু পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল

0

ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৮ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল। দীর্ঘ সময় ফেরি সার্ভিস বন্ধ থাকায় পাটুরিয়া প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ আড়াই শতাধিক পণ্যবাহী ট্রাক।

আজ (সোমবার, ৩ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।

এর আগে, কুয়াশার ঘনত্বের কারণে নৌরুটের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে রাত ১২টা ১৫ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও সাড়ে ১২টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি।

আজ সকালে কুয়াশার ঘনত্ব কমে গেলে আটটা ১০ মিনিটে পাটুরিয়া-দৌলতদিয়া ও আটটা ৪০ মিনিটে আরিচা-কাজিরহাট নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, দীর্ঘ সময় কুয়াশার কারণে দুই রুটেই ফেরি চলাচল বন্ধ থাকায় অপেক্ষাকৃত যানবাহনগুলোকে ছোট বড় মোট ১৪টি ফেরি দিয়ে পাড় করা হচ্ছে।

সেজু