নেত্রকোণায় ফিশারিতে মাছ ধরতে গিয়ে কিশোরের মৃত্যু

0

নেত্রকোণায় ফিশারিতে মাছ ধরতে গিয়ে বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বাঁধন মিয়া (১৯) এক কিশোরের মৃত্যু। আজ (বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ঠাকরাকোনা ইউনিয়নের সিংড়াজান গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফিশারির কেয়ারটেকার নুরুল আমিনকে আটক করেছে পুলিশ। নিহত কিশোর স্থানীয় কামরুল হাসান খোকনের ছেলে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে সিংড়াযান গ্রামের অমল দাসের পুকুরে মাছ ধরতে যায় বাঁধন মিয়া। এ সময় পুকুর পাড়ে জিআই তারে বৈদ্যুতিক সংযোগ দিয়ে তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে পানিতে পড়ে যায় বাঁধন মিয়া।

সকালে ফিশারির লোকজন পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, মরদেহ হাতে বৈদ্যুতিক তার পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাছ ধরতে গিয়েই বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কিশোরের মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় জিজ্ঞাসা করার জন্য ফিশারির কেয়ারটেকার আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

সেজু