চট্টগ্রামে তীব্র পানি সংকট, ওয়াসা ভবন ঘেরাও করে নগরবাসীর বিক্ষোভ

চট্টগ্রামে তীব্র পানি সংকট, ওয়াসা ভবন ঘেরাও করে নগরবাসীর বিক্ষোভ | এখন
0

রমজানে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় তীব্র পানির সংকট থাকায় ওয়াসা ভবন ঘেরাও করে মানববন্ধন করেছেন নগরবাসী। আজ (মঙ্গলবার, ১১ মার্চ) বেলা ১২টায় মিছিল নিয়ে ওয়াসা ভবন ঘেরাও করেন তারা। মিছিলটি ভবনের মূল ফটকের সামনে গেলে পুলিশ তাদের থামিয়ে দেয়। পরে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

নগরবাসী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই নগরীর আগ্রাবাদ, পাঠানটুলি, দেওয়ানহাট, পোস্তারপারসহ বিভিন্ন এলাকায় পানি নেই। কোথাও কোথাও পানি পাওয়া গেলেও তা মাত্রাতিরিক্ত লবণাক্ত।

যা খাওয়ার অনুপযোগী। তাই কিনেই পানি খেতে হচ্ছে তাদের। সুপেয় পানির সংকটে ইফতার সেহরি কিংবা স্বাভাবিক কাজকর্মও ব্যাহত হচ্ছে।

পাশাপাশি ওয়াসার বিলও শোধ করতে হচ্ছে নিয়মিত। এ অবস্থায় দ্রুত পানির সমস্যার সমাধানের দাবির পাশাপাশি স্মারকলিপিও দেন তারা।

নগরবাসীর দাবির প্রেক্ষিতে আজ থেকেই পানি সরবরাহ নিশ্চিতের কথা জানান ওয়াসা কর্মকর্তারা।

সেজু