শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালি
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালি | ছবি: এখন টিভি
0

শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ২৮ এপ্রিল) সকাল ১০ টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। এর পর সেটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির।

এ সময় অন্যান্যদের মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনোয়ারা বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এমকে মুরাদুজ্জামান, পিপি অ্যাডভোকেট আবদুল মান্নান, জিপি খন্দকার মাহবুবুল আলম রকিব, স্পেশাল পিপি আশরাফুন্নাহার রুবি, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ জেলা জজ আদালতের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সুবিধা বঞ্চিত মানুষ কীভাবে বিনামূল্যে ন্যায় বিচারের জন্য আইনগত সহায়তা পাবে সে সম্পর্কে আলোচনা করা হয়।

এসময় গত এক বছরের কার্যক্রমের পরিসংখ্যান দেয়া হয়। এতে গত এক বছরে ৫৪৮টি সরকারি মামলা ও এডিআরের আবেদন জমা পরে। এর মধ্যে ৮১টি নিষ্পত্তি, বিকল্প পদ্ধতিতে সফল নিষ্পত্তি ১৪২টি, নথিভুক্ত হয়েছে ১৫১টি, অপেক্ষমাণ ১৭৪ টি, পরামর্শ প্রদান করা হয়েছে ৯২৮ জনকে, বিকল্প বিরোধ নিষ্পত্তির ফলে বিচারাধীন বা চলমান মামলার নিষ্পত্তি ১০৯টি এবং এডিআর এর মাধ্যমে ৯৫লাখ ৫৩হাজার ৬৫০টাকা পক্ষগণকে বুঝিয়ে দেয়া হয়েছে।

এএইচ