ময়মনসিংহে প্রস্তুত হচ্ছে জুলাই পদযাত্রার মঞ্চ

তৈরি করা হচ্ছে এনসিপির জুলাই পদযাত্রার মঞ্চ
তৈরি করা হচ্ছে এনসিপির জুলাই পদযাত্রার মঞ্চ | ছবি: এখন টিভি
2

সারাদেশে জুলাই পদযাত্রার অংশ হিসেবে ময়মনসিংহেও আসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দরা। আগামীকাল (সোমবার, ২৮ জুলাই) এ পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সেখানে মঞ্চ তৈরির কাজ চলছে। এ সমাবেশে রেকর্ড সংখ্যক লোক সমাগমের উপস্থিতি হবে বলে আশাবাদী জাতীয় নাগরিক পার্টি।

পদযাত্রাকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আলী হোসেন। সকালে টাউনহল মাঠে সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আগামীকাল বিকাল ৫টায় ময়মনসিংহের টাউনহল মাঠ থেকে পদযাত্রা করে নেতাকর্মীরা জুলাই আন্দোলনে শহীদ সাগর চত্বরে গিয়ে দোয়া ও মোনাজাত করবে।

পরে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে টাউনহল মাঠে সমাবেশ করবে এনসিপির কেন্দ্রীয় নেতারা। জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা দিতে প্রশাসন সার্বিকভাবে সহায়তা করছে বলেও জানান তারা।

এএইচ