চার দাবিতে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি; বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বন্দরে  কাস্টমসের কর্মবিরতি
বন্দরে কাস্টমসের কর্মবিরতি | ছবি: এখন
0

চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির কারণে বন্ধ ছিল আমদানি-রপ্তানি কার্যক্রম। আজ (রোববার, ২৫ মে) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বন্ধ ছিল আমদানি-রপ্তানি কার্যক্রম। শনিবার (২৪ মে) সকাল থেকে স্থলবন্দরের শূন্য-রেখায় কাস্টমস ছাড়পত্র না পাওয়ায় আটকে ছিল অর্ধশত ভারতীয় পণ্যবাহী ট্রাক। পরে বিকেল ৪ টায় ছাড়পত্র দেয়া শুরু করে কাস্টমস। এতে স্বাভাবিক হয় আমদানি-রপ্তানি কার্যক্রম।

সোনা-মসজিদ স্থলবন্দর পানামা পোর্টলিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন, 'সকাল থেকে কর্মবিরতির কারণে কোনো পণ্যবাহী ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করেনি। আমদানি পণ্য নিয়ে ভারতীয় ট্রাকগুলো শূন্য রেখা থেকে ভারতের মহদিপুর বন্দরে অপেক্ষা করছিল। পরে বিকেল চারটার দিকে কর্মবিরতি শেষ হলে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। বিকেল থেকে এখন পর্যন্ত ১৫০ টি ভারতীয় পণ্যবাহী ট্রাক পানামায় এসেছে। আরও ১০০ টি ভারতীয় পণ্যবাহী ট্রাক স্থলবন্দরে প্রবেশ করবে।'

এ বিষয়ে জানতে সোনা মসজিদ স্থল কাস্টমসের সহকারী কমিশনার আরিফুল ইসলামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'মৌলিক চার দাবিতে এই কর্মবিরতি পালন করছি। আজকে বিকেল ৫ টার পরে আমদানি রপ্তানি কার্যক্রমে ছাড়পত্র দেয়া হলেও আগামীকাল সে সুযোগ আর থাকছে না। আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হবে।'

জানা যায়, এনবিআর বিলুপ্ত করার প্রতিবাদে অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত কর্মকর্তারা। এরই অংশ হিসেবে স্থলবন্দর কাস্টমসের কর্মকর্তারা সকাল ৯টা থেকে বিকেল ২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন। এতে বিপাকে পড়েছেন আমদানি-রপ্তানিকারকরা।

ইএ