রেল দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে ব্যবস্থা, যানজট নিরসনে ট্রেন লাইনের বিকল্প পথ; সোলার প্যানেলের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত এবং প্লাস্টিক বর্জ্যকে পুনরায় ব্যবহার উপযোগী করাসহ আরো নানাবিধ প্রজেক্টের দেখা মিলেছে মেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান এবং নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাশফাকুর রহমান।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আমাদের আগামী দিনের প্রজন্ম অত্যন্ত যোগ্য ও মেধাবী। প্রযুক্তিকে যদি জড়িয়ে ধরতে না পারি, তবে আমরা পিছিয়ে পড়বো।'
বক্তারা বিভিন্নভাবে বিজ্ঞান ও শিক্ষার গুরুত্ব বর্ণনা করেন। এ ছাড়াও বিজ্ঞানের প্রায়োগিক দিক হিসেবে এরকম মেলায় অংশ নেওয়ার গুরুত্বও তুলে ধরেন।