জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ভোরে রূপগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় তিনজন শ্রমিককে আনা হয়। তাদের মধ্যে বেল্লাল হোসেনের শরীরের ২০, রোমানের ৩৬ ও রাব্বানীর ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মিলটির কর্মকর্তা আরিফ খান জানান, ভোরে লোহা গলানোর সময় হঠাৎ করে ভাট্টিতে লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে। এতে তিন শ্রমিক দগ্ধ হন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
দুর্ঘটনার পর মিল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন মিলটির নিরাপত্তা ও কর্ম পরিবেশ সংক্রান্ত বিষয়ে খতিয়ে দেখছে বলে জানা গেছে।