মেহেরপুরে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

মেহেরপুরে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আজ (বুধবার, ২৫ জুন) সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর শহরের ওয়াবদা সড়কে বন বিভাগের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাংনী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ও মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের হাসান আলীর ছেলে মাহফুজুর রহমান কল্লোল (৪৮) এবং মেহেরপুর শহরের শেখপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে আকমল হোসেন (২২)।

স্থানীয়রা জানান, আকমল হোসেন গাংনীর দিক থেকে মেহেরপুর শহরের দিকে আসছিলেন এবং মাহফুজুর রহমান কল্লোল মেহেরপুর থেকে তার নিজ অফিসের উদ্দেশে গাংনীর দিকে যাচ্ছিলেন।

এ সময় বনবিভাগের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এ ঘটনায় দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবা উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ