টাঙ্গাইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা | ছবি: এখন টিভি
3

টাঙ্গাইলে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। আজ (সোমবার, ১৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

টাঙ্গাইল পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আবদুল লতিফ মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোরাদ হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখার জন্য ১০ জনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।


এএইচ