চাঁদপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত

চাঁদপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে আলোচনা সভা
চাঁদপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে আলোচনা সভা | ছবি: এখন টিভি
0

চাঁদপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে। আজ (শনিবার, ২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের অনেক অবদান আছে। বিভিন্ন দেশে প্রতিবাদে সরব হয়েছিল তারা। এমনকি আইন অমান্য করে বিক্ষোভ করতে গিয়ে কারাবরণও করেছেন অনেকে। পরে বাংলাদেশ সরকার তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করেন।’

তিনি বলেন, ‘দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অনেক। তাদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভিত্তি করেই এগিয়ে যাচ্ছে দেশ। তাদের আরও বেশি সুযোগ সুবিধা দেয়া প্রয়োজন। সঠিক পদ্ধতিতে বেশি করে রেমিট্যান্স পাঠানোর অনুরোধ রইল প্রবাসী ভাইদের প্রতি।’

অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন। এসময় ২০২৪-২৫ অর্থ বছরে জেলায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ৩ প্রবাসীকে সম্মাননা ক্রেস্ট প্রদানের পাশাপাশি প্রবাসীদের প্রতিবন্ধী সন্তানদের মাঝে চেক বিতরণ করা হয়। জেলার ৫ লক্ষাধিক মানুষ বিশ্বের বিভিন্ন দেশে প্রবাস জীবন যাপন করছেন।

এএইচ