পদযাত্রা থামানো যাবে না, ৩ আগস্ট ‘জুলাই সনদ’ ঘোষণা: নাহিদ ইসলাম

বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম
বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম | ছবি: এখন টিভি
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যা কিছু হয়ে যাক, জুলাই পদযাত্রা থামানো যাবে না। তিনি জানান, ৩ আগস্ট কেন্দ্রীয় শহিদ মিনারে ‘জুলাই সনদ’ এবং ইশতেহার ঘোষণা করা হবে।

আজ (বুধবার, ১৭ জুলাই) ফরিদপুরে এনসিপির পদযাত্রায় সরকারের তীব্র সমালোচনা করে নাহিদ বলেন, ‘গোপালগঞ্জে ফ্যাসিস্ট আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হয়েছে।’ গোপালগঞ্জের সাধারণ মানুষকে যেন হত্যা না করা হয় এবং দোষীদের শাস্তির আওতায় আনতে হবে বলে দাবি জানান নাহিদ ইসলাম।

তিনি আরও বলেন, ‘রিফাইন্ড আওয়ামী লীগের নতুন ভার্সন মানুষ দেখেছে। বিচার আদায় না করে রাজপথ ছাড়া হবে না। যদি ব্যবস্থা না নেয়া হয়, তবে গোপালগঞ্জে অবিলম্বে মার্চ করা হবে, আর সে মার্চ হবে চিরতরে মুজিববাদমুক্ত করার লক্ষ্যে।’

আরও পড়ুন

এসময় এনসিপির অন্যান্য নেতারাও হুঁশিয়ারি উচ্চারণ করেন। দলটির নেতা আখতার হোসেন বলেন, ‘মুজিববাদী কোনো রাজনীতির জায়গা হবে না। ভারতের সেবাদাসরা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে, কিন্তু তা বাস্তবায়ন হতে দেয়া হবে না।’

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জুলাই বেঁচে থাকতে আওয়ামী লীগের কোনো স্থান বাংলাদেশে থাকবে না। ফরিদপুর থেকে মুজিববাদীদের বিদায় দিতে হবে।’

পদযাত্রাকে ঘিরে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে ফরিদপুরে মোতায়েন করা হয়েছে ২ প্লাটুন বিজিবি সদস্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও অন্যান্য বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।

এনএইচ