গতকাল বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই আত্মীয়। তারা সিরাজগঞ্জে একজন অসুস্থ আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, হাজারো মানুষ ভিড় জমিয়েছে শোকাহত পরিবারগুলোর পাশে।
আরও পড়ুন:
এলাকাবাসী জানান, এমন মৃত্যু এ গ্রামে এর আগে কখনই দেখেননি। সকলের চোখেমুখে বিষাদের ছাপ দেখা গেছে।
উল্লেখ্য, এর আগে নিহত জাহিদুল ইসলাম তার ছেলের অসুস্থ স্ত্রীকে দেখতে সকালে পরিবারের সদস্যদের নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন। এ সময় সকাল ১০টায় তরমুজমোড় এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনার শিকার হন।