নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: কুষ্টিয়ার ৬ জনসহ ৮ জনের দাফন দুপুরে

নিহতের পরিবারে শোকের ছায়া
নিহতের পরিবারে শোকের ছায়া | ছবি: এখন টিভি
0

নাটোরের বড়াইগ্রামের তরমুজমোড় এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় একই পরিবারের ৫জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জনের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের ও ২ জন মেহেরপুরের গাংনীর বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা। নিহতদের মধ্যে জাহিদুল ইসলামের দুই ছেলে প্রবাসে থাকায় তারা ফেরার পর আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) দুপুর ২টায় ধর্মদহ ও বেতবাড়িয়ায় নিহতদের জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে।

গতকাল বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই আত্মীয়। তারা সিরাজগঞ্জে একজন অসুস্থ আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, হাজারো মানুষ ভিড় জমিয়েছে শোকাহত পরিবারগুলোর পাশে।

আরও পড়ুন:

এলাকাবাসী জানান, এমন মৃত্যু এ গ্রামে এর আগে কখনই দেখেননি। সকলের চোখেমুখে বিষাদের ছাপ দেখা গেছে।

উল্লেখ্য, এর আগে নিহত জাহিদুল ইসলাম তার ছেলের অসুস্থ স্ত্রীকে দেখতে সকালে পরিবারের সদস্যদের নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন। এ সময় সকাল ১০টায় তরমুজমোড় এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনার শিকার হন।

ইএ