দাম তুলনামূলক কম থাকায় ক্রেতাদের সংখ্যা বাড়ছে। দেশিয় ফলের দাম কম থাকায় খুশি ক্রেতারাও। আম কেজি প্রতি বিক্রি হচ্ছে জাতভেদে ১৫০ থেকে ১৬০ টাকায়। প্রতি পিস কাঁঠাল বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়।
জামের কেজি ১৬০ টাকা, আতার কেজি ৫৪০ টাকা, লটকন ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাতাবি লেবু প্রতিটি ৬০ টাকা এবং বড় সাইজের আনারস বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে।
এছাড়া পেয়ারা প্রতি কেজি ৫০ টাকা, তরমুজ ৯০ থেকে ১০০ টাকা কেজি, পেঁপে ১৫০ টাকা কেজি, ডালিম ৬৫০ টাকা কেজি, আমড়া ৬০ টাকা কেজি, কলা হালি প্রতি ২০ থেকে ৩০ টাকা এবং সফেদা ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ফল বিক্রেতারা বলছেন, মৌসুমি ফলের চাহিদা বেশি থাকলেও উৎপাদন খরচ, পরিবহন ব্যয় ও পাইকারি দামের কারণে খুচরা বাজারে দাম কিছুটা বেশি। তবে আগামী সপ্তাহে সরবরাহ আরও বাড়লে কিছু ফলের দাম কমার সম্ভাবনা রয়েছে বলেও জানান তারা।