ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবসে শহীদের স্মৃতিতে ফুলেল শ্রদ্ধা

নাজিরপুর যুদ্ধ দিবসে শহীদের স্মৃতিতে পুষ্পস্তব্ক অর্পণ
নাজিরপুর যুদ্ধ দিবসে শহীদের স্মৃতিতে পুষ্পস্তব্ক অর্পণ | ছবি: এখন টিভি
0

নেত্রকোণায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত হয়েছে। সীমান্ত উপজেলা কলমাকান্দায় সাত শহীদের মাজারে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচিতে শহিদদের স্মরণ করে সর্বস্তরের মানুষ। প্রতি বছরের ন্যায় দিবসটি উপলক্ষে আজ (শনিবার, ২৬ জুলাই) দুপুর থেকে কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের সীমান্ত পিলারের নিকট ফুলবাড়িয়াস্থ শহিদদের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল।

পরে শহিদদের গার্ড অব অনার প্রদান শেষে সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন করে দোয়া ও মোনাজাত প্রার্থনা করা হয়। এতে জেলাসহ স্থানীয় এবং বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধারা আসেন।

সেই সঙ্গে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সর্বসাধারণের মানুষজন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে প্রশাসনসহ মুক্তিযোদ্ধারা উপজেলার নাজিরপুর যুদ্ধস্থলে নির্মিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

জেলা প্রশাসনের পক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেত্রকোণার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুখময় সরকার, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমানসহ মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

উল্লেখ্য, এ দিন সম্মুখ সমর যুদ্ধে পাক হানাদার বাহিনীর গুলিতে শহীদ হয়েছিলেন নেত্রকোণার ডাক্তার আব্দুল আজিজ, ফজলুল হক, ময়মনসিংহের মুক্তাগাছার ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস, নুরুজ্জামান, দ্বীজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও জামালপুরের জামাল উদ্দিন। প্রত্যেকের সমাধি চিহ্ন সীমান্ত ১১৭২ নম্বর পিলারের নিকট সমাহিত করা হয়।

এএইচ