নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনা: চালকের বিরুদ্ধে মামলা

মাইক্রোবাস থেকে উদ্ধার করা হচ্ছে যাত্রীদের
মাইক্রোবাস থেকে উদ্ধার করা হচ্ছে যাত্রীদের | ছবি: এখন টিভি
0

নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহতের ঘটনায় চালক এনায়েত হোসেন শামীম ওরফে আকবরকে আসামি করে সড়ক পরিবহন আইনে মামলা করেছে প্রবাসী বাহার উদ্দিনের পিতা আব্দুর রহিম।

এর আগে বুধবার (৬ আগস্ট) নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ সংলগ্ন এলাকায় ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী একটি মাইক্রোবাস খাদে পড়ে সাতজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৯)।

আরও পড়ুন:

জানা যায়, ওমান প্রবাসী বাহার উদ্দিনকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হন। তাদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন চৌপল্লি এলাকায়।

ইএ