এছাড়াও মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যোগ দেন।
সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পঙ্কজ কান্তি দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. এ আর জুয়েলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, স্পেশাল পিপি অ্যাড. আনিসুজ্জামান শামীম, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের এপিপি অ্যাড. আমিরুল ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাড. খলিল রহমান, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য প্রমুখ।
আরও পড়ুন:
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে, তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা। তুহিনের হত্যা গণমাধ্যমের স্বাধীনতার প্রতি হুমকি। এসময় বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানান।
এদিকে, দুপুর ১টায় সুনামগঞ্জে নিরাপদ সড়ক ও নিরাপদ পরিবহণ চাই এমন বন্যারে সুনামগঞ্জ মহিলা পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
যেখানে, সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে অবৈধ যানচলাচল ও ফিটনেস বিহীন গাড়ি চলাচল বন্ধ করা হয় সেই দাবি জানান বক্তারা।