সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু: বাসচালকের দুই দিনের রিমান্ড

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

সুনামগঞ্জের বাহাদুপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ চার জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তারকৃত বাসচালক জাকির আলমের (৩৫) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জসিম এ রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত বুধবার (৬ আগস্ট) দুপুর সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান খুশী (১৭), আলীপাড়ার বাসিন্দা শফিক মিয়া (৭৩), সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী (১৭) সহ ৪ জন।

পরে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে সিলেট থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

পরে আজকে মামলার বাদী হাইওয়ে থানার এসআই নাজমুল হক বলেন, ‘বাস-সিএনজি সংঘর্ষের ঘটনায় আজকে বাস চালকের ৭ দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করেছিলাম। পরে আদালত আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

এএইচ