সাংবাদিক ফিরোজের ওপর হামলা : প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মানববন্ধন কর্মসূচী
মানববন্ধন কর্মসূচী | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিক ফিরোজ আহম্মেদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ আগস্ট) বিকেলে মিরপুর নতুন বাজার ঈগল চত্বরে মিরপুর প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা ও উপজেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকরা অংশ নেয়।এছাড়াও এ মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষার্থী- এলাকাবাসী সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সমাবেশে সাংবাদিক নেতারা জানান, পূর্ব বিরোধের জেরে একজন মানুষকে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে লোহার রড ও ইট দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয়েছে। সন্ত্রাসী কায়দায় মাটিতে ফেলে কয়েক মিনিট ধরে হাত, পা ও মাথায় আঘাত করা হয়েছে। এটি শুধু হামলা নয়, এটি পুরো সাংবাদিক সমাজের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। এ ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে সাংবাদিক সুরক্ষা আইন দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করার আহ্বান জানান তারা।

আরও পড়ুন:

মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কুষ্টিয়ার সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকি, দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার শামসুল আলম স্বপন, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, আছাদুর রহমান বাবু, দৈনিক ইত্তেফাক পত্রিকার মিরপুর সংবাদদাতা হুমায়ুন কবির হিমু প্রমুখ।

প্রসঙ্গত, পূর্ব বিরোধের জেরে গত সোমবার (১১আগস্ট) ভোর ৫টার দিকে ফজরের নামাজে যাওয়ার পথে সাংবাদিক ফিরোজ আহম্মেদকে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিবেশী মিলন ও তার সহযোগীরা। আহত অবস্থায় প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি ঢাকা ট্রমাসেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। আহত ফিরোজ আহমেদ দৈনিক আজকের সূত্রপাত পত্রিকার মিরপুর উপজেলা প্রতিনিধি ও মিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি ‘আলো পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে রয়েছেন।



ইএ