টার্মিনাল ইজারা: প্রতিবাদে চট্টগ্রামে শ্রমিকদের ‘লাল পতাকা মিছিল’

লাল পতাকা মিছিল
লাল পতাকা মিছিল | ছবি: সংগৃহীত
0

লালদিয়া ও পানঁগাও টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেয়ার প্রতিবাদে চট্টগ্রামে লাল পতাকা মিছিল করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় নিউমুরিং টার্মিনাল ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি জানান তারা। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) সকালে নগরীর দেওয়ানহাট মোড় থেকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এ মিছিল বের হয়।

মিছিলে বন্দর ও লাইটার শ্রমিকসহ বিভিন্ন সংস্থার কয়েকশ' শ্রমিক অংশ নেন। এর আগে, সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর একটি লাভজনক প্রতিষ্ঠান। দেশের দক্ষ শ্রমিকরাই এ বন্দর পরিচালনা করছে। এ অবস্থায় অর্থনীতির প্রাণকেন্দ্র বিদেশিদের হাতে তুলে দেয়া ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

আরও পড়ুন:

এ সময় চট্টগ্রাম বন্দর ভৌগোলিকভাবেও গুরুত্বপূর্ণ হওয়ায় এটি বিদেশিদের হাতে গেলে এ অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা।

ইএ