এজাহারে তিনি উল্লেখ করেন, আকবর শাহ থানার একটি মাদক মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন সুমন মিয়া। ২১ জুলাই সুমন মিয়া পরিচয়ে এক ব্যক্তি আত্মসমর্পণ করেন এবং আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন।
আদালত জামিন না মঞ্জুর করে তাকে হাজতে প্রেরণ করেন। পরে হাজতে আসামির পরিচয় নথিভুক্ত করতে গেলে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার দেয়া তথ্যে গরমিল পাওয়া যায়। তখন ধরা পরে সুমন মিয়া পরিচয়দানকারী ব্যক্তির প্রকৃত নাম মো. রাকিব।
এ ঘটনা জানাজানির পর আকবর শাহ থানার এএসআই সাইদুর রহমান আজ (রোববার, ২৭ জুলাই) মো. রাকিব, মো. সুমনসহ অজ্ঞাত দুই তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় এজাহার দায়ের করেন।