আজ অনুমোদনের অপেক্ষায় ২ লাখ ৩০ কোটি টাকার এডিপি

এডিপি ও সরকারি লোগো
এডিপি ও সরকারি লোগো | ছবি: সংগৃহীত
0

পরিবহন, যোগাযোগ ও জ্বালানিসহ ৫টি খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে নতুন অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার সম্ভাব্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি অনুমোদন হতে পারে আজ। এ লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠক অনুষ্ঠিত হবে।

নতুন অর্থবছরে পাঁচ খাতে যাচ্ছে মোট বরাদ্দের প্রায় ৭০ শতাংশ। খাতগুলো হচ্ছে- পরিবহন, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ন ও কমিউনিটি ও স্বাস্থ্য। এ ছাড়া, শীর্ষ ১০ মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে স্থানীয় সরকার বিভাগ সর্বোচ্চ ৩৬ হাজার ৯৯ কোটি টাকা বরাদ্দ পেতে পারে।

এই ১০ মন্ত্রণালয়ের জন্য এডিপিতে বরাদ্দসহ মোট প্রকল্প থাকছে এক হাজার ১৪৩টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ৯৬৯টি, সমীক্ষার ১৯টি, কারিগরি সহায়তার ৯৭টি এবং সংস্থার নিজস্ব অর্থায়নের প্রকল্প থাকবে ৫৮টি।

এগুলোর বাইরে অনুমোদনহীন নতুন প্রকল্প থাকবে ৯৯০টি। গেল অর্থবছরের সংশোধিত এডিপি এবার কমছে ৩৫ হাজার কোটি টাকা। এডিপিতে সরকারি তহবিলের ১ লাখ ৪৪ হাজার কোটি এবং বৈদেশিক সহায়তা থেকে ৮৬ হাজার কোটি টাকা খরচের লক্ষ্য ধরা হচ্ছে।

তবে সংস্থার নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকা যোগ করা হলে মোট এডিপির আকার দাঁড়াবে ২ লাখ ৩৮ হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকা।

সেজু