রমজানকে সামনে রেখে কমলো ৫ পণ্যের শুল্ক

Shahinur Sarkar
ঢাকা
10

পবিত্র রমজান মাসকে সামনে রেখে তেল, চাল, চিনিসহ ৫ পণ্যের আমদানি শুল্ক কমালো জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর।বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক গেজেট প্রকাশ করে এনবিআর।

গেজেটে ১৫ এপ্রিল পর্যন্ত সয়াবিন ও পাম তেল আমদানিতে ১৫ শতাংশ থেকে ৫ শতাংশ কমিয়ে শুল্ক ১০ শতাংশ করা হয়েছে।

খেজুর আমদানিতে ৩০ মার্চ পর্যন্ত ২৫ থেকে ১০ শতাংশ কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। ১৫ মে পর্যন্ত চাল আমদানিতে ২৫ শতাংশ শুল্ক পরিবর্তন করে ৫ শতাংশ করা হয়েছে।

৩১ মার্চ পর্যন্ত প্রতি মেট্রিক টন অপরিশোধিত চিনি আমদানিতে ১ হাজার টাকা শুল্ক নির্ধারণ করা হয়েছে। যা আগে ছিল দেড় হাজার টাকা। অপরদিকে পরিশোধিত চিনি প্রতি মেট্রিক টনে ২ হাজার টাকা শুল্ক ধরা হয়েছে। যা আগে ছিলো ৩ হাজার টাকা।

এর আগে জানুয়ারির শুরুতে রমজানে এসব পণ্যের আমদানি শুল্ক কমানোর দাবি জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয় এনবিআরকে চিঠি দেয়। পরবর্তীতে দাবি কার্যকর করতে এনবিআরকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসএসএস