কমপ্লিট শাটডাউনে সোনামসজিদ স্থলবন্দরেও আমদানি-রপ্তানি বন্ধ

সোনামসজিদ স্থলবন্দর
সোনামসজিদ স্থলবন্দর | ছবি: এখন টিভি
0

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ আছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। আজ (রোববার, ২৯ জুন) সকাল থেকে স্থলবন্দর দিয়ে কোনো পণ্য আমদানি বা রপ্তানি হয়নি। গতকালও স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

আরিশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলমগীর জুয়েল বলেন, ‘গতকাল থেকে ভারতের মোহদীপুর স্থলবন্দরে প্রায় ৭০০ পণ্যবাহী ট্রাক আটকে আছে। এর মধ্যে আমার প্রায় ২০ ট্রাক পণ্য আটকে আছে। এতে দেশে বিভিন্ন পণ্যের জোগান কমে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। দ্রুত এটির সমাধান দরকার।’

আরো পড়ুন:

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নুরুল হাসান বলেন, ‘শনিবার সারাদিন শাটডাউন কর্মসূচি পালন করা হয়েছে। আজ সকাল থেকেও শাটডাউন কর্মসূচি চলছে। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চলবে।’

সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিঙ্ক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন, ‘কর্মসূচির কারণে আমদানি-রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ আছে। গতকালকেও ভারত থেকে একটি গাড়িও বাংলাদেশে আসেনি।’


এএইচ