ইবি শিক্ষার্থী সাজিদ হত্যা: থানায় বাবার এজাহার

নিহত  শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ
নিহত শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুতে তার বাবা হত্যা মামলা দায়ের করেছেন। ভিসেরা রিপোর্টে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আজ (সোমবার, ৪ আগস্ট) বিকেলে ইবি থানায় উপস্থিত হয়ে তিনি এজাহার জমা দেন।

মামলায় কারো নাম এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি। এতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। মামলার বাদী নিহত সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ দেলওয়ার বলেন, ‘প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে খুনিদের দ্রুতই গ্রেপ্তার করা হবে। তবে এখনো তাদের তেমন অগ্রগতি নেই।’ বিশ্ববিদ্যালয়ের তদন্ত প্রতিবেদনের ব্যাপারেও এখন পর্যন্ত কিছুই জানতে পারেননি বলেও জানান তিনি।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এটি পুলিশ-পিবিআই ও সিআইডি যৌথভাবে তদন্ত করছে। সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ দেলওয়ার প্রশাসনের আশ্বাস পেয়েছেন। তবে গ্রেপ্তারে কোনো অগ্রগতি এখন পর্যন্ত নেই। তবে এটি নিয়ে তদন্ত চলছে।

কুষ্টিয়া সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) জাহাঙ্গীর আলম বলেন, ‘সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। আমাদের সঙ্গে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা ছিলেন। এটি তদন্ত করতে সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা করছি।’

এদিকে সাজিদ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রশাসন ভবন চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা বিভিন্ন স্লোগান দেন খুনিদের বিচারের দাবিতে। এছাড়াও এ হত্যাকাণ্ডে জিয়াউর রহমান হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছেন। এ নিয়ে সিন্ডিকেট সভা বসেছে।

এর আগে গত ১৭ জুলাই বিকেলে ক্যাম্পাসের শাহ আজিজুর রহমান হলের পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় সাজিদ আবদুল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। সাজিদ আবদুল্লাহ ইসলামি বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।


এএইচ